Wednesday, 11 January 2017

২১শে ফেব্রুয়ারি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষার আসে


.
১ । একুশে ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়- UNESCO.
২৷ UNESCO বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে
স্বীকৃতি দেয়- ১৯৯৯ সালে । ( জাতিসংঘ দেয় >> ২০০৮সালে )
৩। 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি
কি ভুলিতে পারি' গানটির গীতিকার- আব্দুল গাফফার চৌধুরী ।
৪। 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি
কি ভুলিতে পারি' গানটির প্রথম সুরকার- আব্দুল লতিফ ।
৫। 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি
কি ভুলিতে পারি' গানটির বর্তমান সুরকার- আলতাফ মাহমুদ ।
৬।'সালাম সালাম হাজার সালাম' গানটির গীতিকার- ফজল এ খোদা ।
৭।'সালাম সালাম হাজার সালাম' গানটির সুরকার- আবদুল জব্বার ।
৮। ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায় গানটির গীতিকার >> আব্দুল লতিফ
৯। 'ভাষা আন্দোলন' বিষয়ক উপন্যাস- আরেক ফাল্গুন ।
১০। ভাষা আন্দোলন বিষয়ক নাটক- 'কবর' ।
১১৷ একুশের প্রথম কবিতা- 'কাদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে
এসেছি' ৷
১২৷ একুশের প্রথম কবিতার রচয়িতা- মাহবুবুল আলম
চৌধুরী ৷
১৩৷ সর্বপ্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়- ২০০০
সালে ৷
১৪৷ বাংলাকে দ্বিতীয় মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে-
সিয়েরালিওন ৷
১৫৷ বর্তমান শহীদ মিনারের স্থপতি- হামিদুর রহমান ৷
১৬। একুশের প্রথম ভাষা শহীদ- রফিক৷
১৭। একুশে পদক প্রবর্তক করেন- জিয়াউর রহমান, (১৯৭৬)

No comments:

Post a Comment