পরা= পরিধান করা, wear; ( কাপড় পরা, শার্ট পরা, জামা পরা)
পড়া= পতিত হওয়া ( আম পড়ে, পাতা পড়ে); অধ্যয়ন করা,(বই পড়া, নাটক পড়া); আক্রান্ত হওয়া।(ডাকাতের খপ্পরে পড়া)
Note: পরিধান করা অর্থে ‘পরা’ হবে। অন্য সকল ক্ষেত্রে ‘পড়া’ হবে।
---
ঝর= ফোঁটায় ফোঁটায় পড়া,drop (অশ্রু ঝরা, পানি ঝরছে); খসে পড়া ( পাতা ঝরছে)
ঝড়= ঝড়ে পড়া অর্থ বৃষ্টির কারণে পড়া।( ঝড়ে আম পড়েছে= বৃষ্টির কারণে আম পতিত হয়েছে)
---
পার= পুকুর পার; অতিক্রম করা, cross;
পাড় = নদীর পাড়, river bank; শাড়ির পাড়/ কিনারা।
---
সংগঠন= সংস্থা, organization.
সংঘটন= ঘটানো occur, happening.
---
শিখর= শীর্ষ, উপরিভাগ, peak, apex.
শীকর= জলকণা,
শিকড়= গাছের মুল, শেকড় root.
শেকড়= গাছের মুল, শিকড় root.
শেখর= মুকুট crown.
---
গেল= গমন করল, went
গেলো= গলধকরন করো, imperative sentence- swallow it.
---
পরিচ্ছদ= পরিধেয় বস্ত্র
পরিচ্ছেদ = বইয়ের অধ্যায়, chapter.
---
নিচ= নিচু, নিন্মস্থান
নীচ= হীন, নিকৃষ্ট
---
টিকা= anti-biotic.
টীকা= বইয়ের ব্যাখ্যাযুক্ত সংযুক্ত অংশ, note.
---
গোনা= গণনা করা, to count.
গুনা= তার, ধাতুর সুতা ( গুনা তার বা তামার চিকন তার)
গুণা= গৌণ, optional.
গুনাহ= পাপ, sin.
---
পুরো= সম্পূর্ণ, full
পুরু= মোটা, স্থূল
---
অঘ্রান= অগ্রহায়ণ মাস
অঘ্রাণ = ঘ্রাণহীন
---
উপবাসী= অনাহারী, যে খায়নি
উপভাষী= আঞ্চলিক বা স্থানীয় ভাষায় যারা কথা বলে
No comments:
Post a Comment