Friday, 30 December 2016

৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি


-----------------------
---------------------------------------
*----বিশ্বাঙ্গনে বাংলাদেশ-----*
1.যুক্তরাজ্যের স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালেডোনিয়ান ইউনিভার্সিটির চ্যান্সেলর নির্বাচিত---ড. মুহাম্মদ ইউনুস।
2.প্রথম নারী বাংলাদেশি হিসেবে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি---আম
িরাহ হক।
3.আইভরিকোস্টের মান শহরে অবস্থিত 'পতিবিয়াপ্লু' গ্রামের বর্তমান নাম---রুপসী বাংলা।
4.বাংলা টাউন কোথায়? উ:লন্ডন, যুক্তরাজ্য।
5.লিটল বাংলাদেশ কোথায়? উ:লস অ্যাঞ্জেলস, যুক্তরাষ্ট্র।
6.বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত? উ:লাইবেরিয়ায়।
7.ইউরোপের যে দেশে প্রথম শহীদ মিনার নির্মিত হয়-- উ:যুক্তরাজ্য।
8.কোন দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নেই, কিন্তু বানিজ্যিক সম্পর্ক আছে? উঃ তাইওয়ান
9.কোন দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক কিংবা বানিজ্যিক কোন সম্পর্কই নেই? উঃ ইসরাইল
10.বিশ্বের ৫৩ টি দেশে বাংলাদেশের মিশন আছে ৬৫ টি
11.বাংলাদেশের কূটনীতির/
পররাষ্ট্রনীতির মূলমন্ত্র কি?
উঃ সবার সাথে বন্ধুত্ব, কারো সাথেই শ্ত্রুতা নয়(Friendship to all, malice to none)
12.বাংলাদেশ-ভারত গঙ্গার পানিবন্টন চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
উঃ ১২ ডিসেম্বর, ১৯৯৬ সালে(৩০ বছরের জন্য)
13.পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কবে? উঃ ২ ডিসেম্বর, ১৯৯৭ সালে
14.ফারাক্কা বাঁধ চালু হয় কবে? উঃ ১৯৭৫ সালে
15.আন্তর্জাতিক কূটনৈতিক প্রথানুসারে কূটনৈতিক মিশনের অফিসকে কী বলে?
উঃ চ্যান্সারি (রাষ্ট্রদূতের বাসস্থানকে দূতাবাস বলে)
16.যুক্তরাষ্ট্র কোন আইনের মাধ্যমে বাংলাদেশকে খাদ্য সহায়তা দেয়?
উঃ Public Law 480(PL 480), যার অপর নাম Food for Peace
17.জাতিসংঘে বাংলাদেশের প্রদেয় বার্ষিক চাঁদার পরিমান কত?
উঃ ০.০১ শতাংশ
------------------------------------------

No comments:

Post a Comment