Wednesday, 7 December 2016

অনুবাদ_চর্চা

#
..
আজকের The Daily Star সম্পাদকীয়
Another slum fire
আরো একটি বস্তি অগ্নিকাণ্ড
Rehabilitate the affected
দুর্গতদের পুর্নবাসিত করুন।
A devastating fire in the Boubazar part of the Korail slum, home to about a couple of thousand inhabitants, has left hundreds of people homeless and helpless.
দুই হাজারের অধিক মানুষের বসতি কড়াইল বস্তির বাবুবাজার অংশে একটি ভয়াবহ অগ্নিকাণ্ড এক হাজারের অধিক মানুষকে উদ্বাস্তু ও অসহায় করেছে।
Most of the residents there were either rickshaw pullers or garment workers — economically poor.
বস্তিটির অধিকাংশ অধিবাসী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নয় । তাদের কেউ হয় রিক্সা চালক অথবা গার্মেন্টেস শ্রমিক ।
And as reports have it, they were left with their families that include little children, shell-shocked by their circumstance, having witnessed their homes, belongings and savings, all destroyed.
প্রতিবেদন থেকে আমরা জানতে পারি , তারা তাঁদের শিশু সন্তানসহ পরিবার পরিজনকে হারায় এবং ঘরবাড়ি , সয়- সম্পত্তি সব কিছুর ধ্বংস হওয়া নিজের চোখে দেখে নির্বাক হয়েছে।
Some people, including mostly women and children, were seen huddled together in groups just to keep themselves warm amidst the winter chill, while others desperately searched for their loved ones.
নারী শিশু সহ কিছু মানুষকে শীত নিবারণের জন্য জটলা পেকে আগুন পোহাতে আর অন্যদের তাদের পরিজনদের বেপরোয়াভাবে খুঁজতে দেখা যায় ।
In such a situation, one must again wonder whether anyone, including the government, cares about the plight of these people at all.
এই রকম একটি পরিস্থিতিতে দুর্গত মানুষগুলোর দুর্ভোগ লাঘবের জন্য সরকারসহ কেউই এখনও কোন পদক্ষেপ না নেওয়ায় যে কেউ বিস্মিত হতে পারে।
Because of narrow alleys inside the slum, firefighters had to leave their trucks about half a kilometre away, making it difficult for them to battle the flames.
উল্লেখ্য , বস্তির গলিগুলো খুবই সংর্কীন হওয়ায় দমকল বাহিনীকে প্রায় অর্ধ কি.মি দূরে তাদের গাড়ি রেখে আসতে হয়েছিল ফলে আগুন নেভানো তাদের পক্ষে কষ্টসাধ্য হয়ে ওঠে।
Fortunately, however, about 200 locals trained in firefighting had started the processes of dousing the fire even before the firefighters could get there.
কিন্তু সৌভাগ্যক্রমে , দমকল বাহিনীর পৌছানোর পূর্বেই আগুন নেভানোয় প্রশিক্ষণ প্রাপ্ত প্রায় ২০০ স্থানীয় কর্মী কাজ শুরু করেছিল।
But how often do we see such fires destroying lives in slums across the country?
কিন্তু কিভাবে দেশের বস্তিগুলোতে এই ধরণের আগুন জীবন কেড়ে নিচ্ছে যা আমাদের প্রতিনিয়তই দেখতে হয় ?
Yet, because of some unscrupulous rent-seekers with powerful backing mostly from the powerful quarters, the situation never changes.
আর হ্যাঁ এর জন্য দায়ী হলো ক্ষমতাবান গোষ্ঠীর ছত্রছায়ায় আশ্রিত কিছু অসাধু বস্তি ব্যবসায়ী। ফলে অবস্থার উন্নতি হয় না কখনই ।
And it is these poor people who are often victims to such misfortunes as well as exploitation by these powerful individuals.
এবং গরীব মানুষগুলোকে প্রতিনিয়তই এসব ক্ষমতাবান লোকদের দ্বারা এই ধরণের দুর্ভোগ ও নির্যাতনের শিকার হতে হয় ।
The authorities should immediately look to stop these rent-seekers from abusing the poor living in slums by devising a comprehensive strategy that would protect their interest.
অতএব, বস্তিবাসীর স্বার্থ সংরক্ষণ এবং অসাধু বস্তি ব্যবসায়ীদের কর্তৃক তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা বন্ধতে করতে অতিসত্বর একটি সমন্বিত কৌশল গ্রহণে সরকারের কার্যকরী ভূমিকা পালন করা উচিত।
Meanwhile, those who have lost everything in the most recent fire must be given immediate relief in terms of shelter and food with help from the civil society and also be rehabilitated.
তাছাড়া , সাম্প্রতিক অগ্নিকাণ্ডে সহায় -সম্বলহীন মানুষগুলোকে সুশীল সমাজের সহায়তায় আশ্রয় , খাদ্যসহ ত্রাণ সামগ্রী জরুরী ভিত্তিতে প্রদান করতে এবং তাদের পুনর্বাসিতও করতে হবে।

No comments:

Post a Comment