Wednesday, 19 October 2016

ইংরেজি সাহিত্য বিষয়ক নোট

Part-1:
.
#Tahmima_Anam
*** মাহফুজ আনাম (The Daily Star-এর সম্পাদক)- এর কন্যা।
* আবুল মনসুর আহমেদের নাতনী।
*** Works: মুক্তযুদ্ধভিত্তিক উপন্যাস ২ টি-
1) The Good Muslim
2) A Golden Age
3) The Bones of Grace
.=============
Part-2:
"Dream is not that which you see while sleeping;
It is something that will not let you sleep."
অর্থাৎ, মানুষ যা ঘুমিয়ে দেখে তা স্বপ্ন নয়; স্বপ্ন তা যা মানুষকে ঘুমাতে দেয় না।
বিখ্যাত এ মোটিভেশনাল উক্তিটি করেছিলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালাম। তাঁর সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য:
*** A.P.J. Abdul Kalam ****
১) তাঁর সম্পূর্ণ নাম: আবুল পাকির জয়নুল আবেদিন মু. আব্দুল কালাম।
২) জন্ম: ১৫ অক্টোবর, ১৯৩১
মৃত্যু: ২৭ জুলাই, ২০১৫
৪) জন্মস্থান: রামেশ্বর, তামিলনাড়ু (ভারত)।
৫) তিনি ভারতের ১১ তম রাষ্ট্রপতি এবং ৪র্থ মুসলিম রাষ্ট্রপতি।
৬) তাঁর উপাধি ছিল- মিসাইলম্যান, স্বপ্নের ফেরিওয়ালা
Famous Works:
*** Wings of Fire (An Autobiography)
*** Ignited Minds
*** Turning Points (তবে, Decision Points- জজ ডব্লিও বুশ)
*** Target 3 Millions (তবে, Four million নামে গল্প লিখেছেন- O' Henry)
*** My journey (তবে, A Journey- টনি ব্লেয়ার)
*** You are Born to Bloom
* Inspiring Thought
* The Luminus Sparks
* Indomitable Spirit
(শুধু থ্রী স্টার চিহ্নিত বইয়ের নামগুলো মুখস্ত করুন, অন্য বইগুলোর নাম মুখস্ত না করলেও চলবে। প্রয়োজনে শেয়ার করুন। লিটারেচার পার্ট -১ এ তাহমিমা আনাম সম্পর্কে আরেকবার দেখে নিন।
.
.
Part-3:
***Anthony Mascarenhas(অ্যান্হনি মাসকারেনহাস) ***
১. বিখ্যাত পাকিস্তানি সাংবাদিক এবং লেখক।
২. তিনি বেলজিয়ামের 'Goan Catholic Family'- তে জন্মগ্রহণ করেন এবং করাচিতে লেখাপড়া শেষ করেন।
৩. মুক্তিযুদ্ধে বাংলাদেশের গণহত্যা নিয়ে ১৯৭১ সালের ১৩ জুন লন্ডন এর ' সানডে টাইমস' পত্রিকায় 'Genocide' নামে একটি বিখ্যাত আর্টিকেল প্রকাশ করেন যা বিশ্ব-বিবেককে দারুনভাবে নাড়া দিয়েছিল।
Books:
1. The Rape of Bangladesh (1971)
- ১৯৭১ সালে পাকিস্তানী হানাদার বাহিনীর বর্বরতার চিত্র এই বইটিতে তুলে ধরা হয়েছে।
2. Bangladesh : A Legacy of Blood (বাংলাদেশ: রক্তের ঋণ) (1986)
- এই বইয়ে বঙ্গবন্ধু থেকে জিয়াউর রহমান পর্যন্ত সকল রাজনৈতিক হত্যাকান্ডের প্রামাণ্য বিবরণ এই বইয়ে দেওয়া আছে।
#নোট: বিভ্রান্ত হবেন না। প্রায় কাছাকাছি নামের আরোও কিছু সৃষ্টিকর্ম রয়েছে। যেমন:
* The Rape of the Lock নামে mock epic- টি লিখেছেন- Alexander Pope.
* Rape upon Rape নামে নোবেলটি লিখেছেন- Henry Fielding.
* The Rape of Lucrece নামে কবিতা লিখেছেন- William Shakespeare.
(বি:দ্র: বইয়ের নামগুলো লিটারেচার পার্টের জন্য গুরুত্বপূর্ণ এবং অন্যান্য তথ্যগুলো সাধারণ জ্ঞানের জন্য গুরুত্বপূর্ণ।)
-
Part-4):
.
"যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন।" 
- বিখ্যাত এই উক্তিটি করেছিলেন হিটলার। তার সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্যঃ
*** Adolf Hitlar ***
১) তিনি অস্ট্রিয়ান বংশোদ্ভূত জার্মান রাজনীতিবিদ।
২) ৩০ জানুয়ারি, ১৯৩৩ সালে তিনি জার্মানির চ্যান্সেলর হন।
৩) তার গোপন পুলিশ বাহিনীর নাম- গেস্টাপো।
৪) ২ আগস্ট, ১৯৩৪ সালে তিনি নিজেকে 'ফুয়েয়ার' (Fuhrer)/ Leader হিসেবে ঘোষণা দেন।
৫) তিনি নাৎসি বাহিনীর প্রধান ছিলেন।
৬) তার গোপন প্রেমিকার নাম- ইভা ব্রাউন (Eva Braun)
৭) রেড আর্মিদের হাতে ধরা পড়া থেকে বাঁচার জন্য তিনি এবং ইভা ব্রাউন একই সাথে আত্মহত্যা করেন- ৩০ এপ্রিল, ১৯৪৫।
৮) বিখ্যাত আত্মজীবনীমূলক গ্রন্থ - Mein Kampf smile emoticon My struggle)
(বি:দ্র: এখানে শুধু বইয়ের নামটি লিটারেচার পার্টের জন্য গুরুত্বপূর্ণ এবং অন্যান্য তথ্যগুলো সাধারণ জ্ঞানের জন্য গুরুত্বপূর্ণ।)
=========
Part-5:
#BANGABANDHU_SHEIKH_MUJIBUR_RAHMAN:
* জীবনকাল: 17 March, 1920 থেকে 15 August 1975
* উপাধি: The founding leader of Bangladesh / The father of the Nation
Famous work: অসমাপ্ত আত্নজীবনী
* বইটির ইংরেজি অনুবাদ: The Unfinished Memoirs (Memoirs= স্মৃতিকথা)
* ইংরেজিতে অনুবাদ করেন: ফকরুল আলম
* বইয়ের ভূমিকা লিখেন: শেখ হাসিনা
* তাঁর অন্য আরেকটু বইয়ের নাম: আমার কিছু কথা
*Poet of Politics (রাজনীতির কবি)- হচ্ছে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা লন্ডনের বিখ্যাত Newsweek সাময়িকীর একটি বিখ্যাত প্রতিবেদন।
*একই নামে আরেকটি: Poet of Politics - জি মাওলা সংকলিত (৭ ই মার্চের ভাষণ ও বঙ্গবন্ধুর জীবন পরিচয় সংবলিত একটি গ্রন্থ)।
Famous Quotation: 
1. "This time the struggle is for our freedom,
this time the struggle is for our independence. (এবারের সংগ্রাম...)"
2. "My greatest strength is the love for my people. My greatest weakness is that I love them too much."
3. "I have given you independence, now go and preserve it
========
(Part-6):
H.G Wells:
*** তাঁর সম্পূর্ণ নাম- Herbert George Wells
*** বিখ্যাত সায়েন্স ফিকশন: 
a) The Time Machine
b) The Invisible Man
==========
Part-7):
#Christopher_Marlowe:
 Title: Father of English Drama/Tragedy
 তিনি শেক্সপিয়রের পূর্বসুরি লেখক/ Predecessor. (শেক্সপিয়র তাঁর লেখা থেকেই বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন।)
 তিনি নাটকে অমিত্রাক্ষর ছন্দ (Blank Verse) প্রবর্তন করেন।
 বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক: মাইকেল মধুসূদন দত্ত।
Famos Lyrics (গীতিকবিতা):
 The Passionate Shepherd to his love
 Hero and Leader
Famous Tragedies:
 Doctor Faustus (সম্পূর্ণ নাম- The Tragical History of Doctor Faustus) 
*** এই বইয়ের Satanic figures- Lucifer, Mephistopheles
 The Jew of Malta
(Jew= জ্যু= ইহুদি)
 Tambeurlaine the Great
 Edward (II) - এটি একটি historical play
.===================
(Part-8):
(কপি নয়, শেয়ার করুন...)
#Virginia_Woolf: (1882-1941)
* তিনি ছিলেন বিখ্যাত একজন Female Novelist.
* "Presentation of inner realities"- এর জন্য তিনি বিখ্যাত।
Famous Works: 
মনে রাখার কৌশলঃ Dalloway, Ornaldo এবং Shakespeare এর বোন রাত-দিন (Night and Day) Lighthouse এবং Haunted House এর Room -এ থাকতে থাকতে তাদের মনে ভয় (The Voyage Out)- এর ঢেউ (The Waves) খেলে যায়।
1. Dalloway = Mrs Dalloway
2. Ornaldo = Ornaldo (A Boigraphy)
3. Shakespeare এর বোন = Shakespeare's Sister (তার শ্রেষ্ঠতম Essay)
4. রাত-দিন = Night and Day
5. Light House = To the light house (তবে, The LIght House- নামে একটি ছোট গল্প লিখেছেন- Edgar Allan Poe)
6. Haunted House = A Haunted House
7. Room = A Room of One's Own (এটি তার শ্রেষ্ঠ ফিকশন)
8. Voyage = The Voyage Out
9. ঢেউ = The Waves
Famous Quotes: 
1. You cannot find peace by avoiding life.
2. "As a woman, I have no country.
As a woman, I want no country.
As a woman, my country is the whole world. "
___________________________________

1 comment:

  1. My Job Preparation : ইংরেজি সাহিত্য বিষয়ক নোট >>>>> Download Now

    >>>>> Download Full

    My Job Preparation : ইংরেজি সাহিত্য বিষয়ক নোট >>>>> Download LINK

    >>>>> Download Now

    My Job Preparation : ইংরেজি সাহিত্য বিষয়ক নোট >>>>> Download Full

    >>>>> Download LINK rQ

    ReplyDelete