Thursday, 20 October 2016

বিসিএস ভাইভা প্রস্তুতি

বিসিএস ভাইভা প্রস্তুতি
...........................................
# পুলিশ
POLICE
P=Polite
O=Obedient
L=Loyal
I=Intelligent
C= Courageous
E=Efficient
.
.
বাংলাদেশ পুলিশের র্যাংক
.
১. IG=Inspector General.(বর্তমান >> শহীদুল ইসলাম ।)
-
২.Add.IG=Additional Inspector General.
.
৩.DIG=Deputy Inspector General.
-
৪.Add.DIG=Additional Deputy Inspector General.
৫. SP=Superintendent of Police.
-
৬. Add.SP=Additional Superintendent of Police.
-
৯. Senior ASP=Senior Assistant Superintendent of Police.
-
১০. ASP=Assistant Superintendent of Police.
-
১১. Inspector.
-
১২.Sub-Inspector (SI).
-
১৩. ASI= Assistant Sub-Inspector
১৪.নায়েক।
-
১৫.কনেস্টবল।
=======
মুক্তিযুদ্ধের সময় পুলিশের আইজিপি কে ছিলেন ?
= স্বাধীনতা যুদ্ধের সময় পুলিশ বাহিনীর আইজিপি ও স্বরাষ্ট্র সচিবের দায়িত্বপালন করেন ডিআইজি আব্দুল খালেক।
PRB=Police Regulation of Bengal
DGFI=Director General of Forces Intelligence
CrPc=Code of Criminal Procedure
FIR=First Information Report
===============
1. বাংলাদেশ পুলিশের মূলনীতি কি?
=শান্তি শৃঙ্খলা নিরাপত্তা ও প্রগতি
2.পুলিশ শব্দের অর্থ কি?
--- Police পর্তুগিজ শব্দ। শব্দটি Noun হলে এর অর্থ হয় শৃঙ্খলা,শান্তি ও আইন রক্ষা করার ব্যবস্থা।অথবা Police বলতে বুঝায় এমন একটি প্রতিস্থানের সদস্য,যাদের দায়িত্ব হচ্ছে দুর্নীতি দমন ও প্রতিহত করা এবং শৃঙ্খলা বজায় রাখা।শব্দটি Verb হলে তখন তার অর্থ দাড়ায় পুলিশ বা তৎসমতুল্য দ্বারা কোন স্থানে শৃঙ্খলা বজায় রাখা।
.
৩.'যখন পুলিশ ছিলাম' বইটি কার?
এটি একটি আত্মজীবনীমূলক গ্রন্থ লেখক ধীরাজ ভট্টাচার্য। 'যখন পুলিশ ছিলাম' গ্রন্থেই মাথিনের সাথে প্রেমের বিস্তারিত ঘটনাবলী বর্ণনা করা আছে। ধীরাজ ভট্টাচার্যের পৈত্রিক বাড়ি যশোরে। বসবাস করতেন কোলকাতায়। কাজ করতেন পুলিশের গোয়েন্দা বিভাগে।
তার আরেকটি বই 'যখন নায়ক ছিলাম' খুবই বিখ্যাত।
৪. "ক্রিমিনলজি অ্যান্ড পুলিশ সায়েন্স" সাবজেক্টটি কোন বিশবিদ্যালয়ে পড়ান হয়?
= বাংলাদেশে একমাত্র মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে পড়ার সুযোগ রয়েছে
৫. ১৪৪ ধারা কে জারি করতে পারেন?
= মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশনার এবং অন্যান্য এলাকায় ম্যাজিস্ট্রেটে ১৪৪ ধারা জারি করতে পারেন।
৬.বাংলাদেশের প্রথম মডেল থানা কোনটি?
= ময়মনসিংহের ভালুকা
৭. পুলিশ বাইবেল বলতে কি বুঝায়?
উত্তরঃPRB = Police Regulation of Bengal কে পুলিশ বাইবেল হিসেবে অভিহিত করা হয়।
৮.উপমহাদেশে পুলিশ সার্ভিস ব্যবস্থা চালু করেন কে?
= লর্ড ক্যানিং
৯.আন্তর্জাতিক পুলিশ সংস্থা থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকার নাম কি?
=International Criminal Police Review
১০.পুলিশের বিভাগীয় প্রধানকে কি বলে?
= ডি আই জি
১১.: বাংলাদেশ পুলিশের প্রশাসনিক অঞ্চলগুলো কি কি?
উত্তর:
# রেঞ্জ [ প্রধান-ডিআইজি]
# জেলা [ প্রধান- এসপি]
# সার্কেল [ প্রধান- এএসপি]
# থানা [ প্রধান- ওসি]
.
১২. বাংলাদেশে "ক্রিমিনলজি অ্যান্ড পুলিশ সায়েন্স" সাবজেক্টটি কোন বিশবিদ্যালয়ে পড়ান হয়?
উত্তরঃ বাংলাদেশে একমাত্র মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে পড়ার সুযোগ রয়েছে
.
১৩. ৮০% পুলিশ ভাইভাতে প্রশ্ন করা হয় 'যখন পুলিশ ছিলাম' বইটি কার?
.
এটি একটি আত্মজীবনীমূলক গ্রন্থ লেখক ধীরাজ ভট্টাচার্য। 'যখন পুলিশ ছিলাম' গ্রন্থেই মাথিনের সাথে প্রেমের বিস্তারিত ঘটনাবলী বর্ণনা করা আছে। ধীরাজ ভট্টাচার্যের পৈত্রিক বাড়ি যশোরে। বসবাস করতেন কোলকাতায়। কাজ করতেন পুলিশের গোয়েন্দা বিভাগে।
তার আরেকটি বই 'যখন নায়ক ছিলাম' খুবই বিখ্যাত ‘
১৪। বাংলাদেশ পুলিশের কোন পদের কোন ব্যাচ নেই?
=কনস্টেবল
১৫। ওয়াকি-টকি বানান করুন
= Walkie-Talkie
১৬। সারদা পুলিশ একাডেমী কোন নদীর তীরে অবস্থিত?
= পদ্মা
১৭.আধুনিক পুলিশের জনক কে? – স্যার রবার্ট পিল (ব্রিটেন)।
১৮. What is BPA?
=. BPA is Bangladesh Police Academy. It is also called the "the home of police" BPA was estd in 1912 at Sardah, Rajshahi. Major Chamney was the founder of BPA.
১৯. What r the GD, CD & PD?
= GD is General Diary. CD is Case Diary. PD is Personal Diary.
২০. What do u mean by CS, FR?
= CS is Charge Sheet, which is given to the court if there is enough evidence against accused.
FR is Final Report, which is given to the court if there is no evidence against accused.
২১. what is DO, IO?
=DO is Duty Officer. IO is Investigation Officer.
২২. what is the different between 161 & 164?
= The Statement (jobanbondi) of witness/victim taken by Police Officer is 161.
On the other hand, the statement of witness/victim taken by Magistrate is 164.
২৩. Cr.Pc কি?
= Code of Criminal Procedure
২৪.. PRB কত সালে গৃহীত হয়?
= ১৮৬০
1. CID-Criminal Investigation Depertment
2. DGFI- Directorate General of Forces Intelligence
3. RAB-Rapid Action Battalion
4. ASP-Assistant Superintendent of Police
5. PRB-Police Regulation of Bangal
6. IJC-International Justice Conference
7. BGB-Border guard Bangladesh
.বাংলাদেশে পুলিশ ও মানুষের অনুপাত কত?
উঃ ১ঃ১৩০০
বাংলাদেশ কত সালে ইন্টারপোলের সদস্য হয়?
১৯৭৬ সালে।
২।প্রশ্নঃ বাংলাদেশের প্রথম মডেল থানা কোনটি?
উত্তরঃ ময়মনসিংহের ভালুকা
৩।প্রশ্নঃ পুলিশ বাইবেল বলতে কি বুঝেন?
উত্তরঃPRB = Police Regulation of Bengal কে পুলিশ বাইবেল হিসেবে অভিহিত করা হয়।
Q.দক্ষিণ এশিয়ার প্রথম পুলিশ স্টাফ কলেজ কোনটি?
উঃ মিরপুর পুলিশ স্টাফ কলেজ
Q.বাংলাদেশে নৌ পুলিশের সদর দপ্তর কোথায়?
উঃবরিশাল
.
.পুলিশ ও ম্যাজিস্ট্রেটের তফাৎ কি?
=*পুলিশ:
১/পুলিশের কাজ হল আইন শৃঙ্খলা বজায় রাখা
২/পুলিশ ম্যাজিস্ট্রেটকে কোনো নির্দেশ দিতে পারেনা
*ম্যাজিস্ট্রেট:
১/ ম্যাজিস্ট্রেটের কাজ বিচার ও প্রশাসন সংক্রান্ত
২/ম্যাজিস্ট্রেট পুলিশকে আসামী ধরার নির্দেশ দিতে পারে ।
.
২৩.বাংলাদেশের গোয়েন্দা সংস্থার নাম বলুন।
--------------------------------
1..NSI( National Security Intelligence) দেশের প্রধান বেসামরিক গোয়েন্দা সংস্থা। গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে সরকারকে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করা এর কাজ।
2.CID(Criminal Investigation Department )- বাংলাদেশ পুলিশ স্পর্শকাতর অপরাধের তদন্ত করা।
3.Special Branch- পুলিশের একটি সংস্থা যে অপরাধের তদন্ত, গোয়েন্দাগিরি করে থাকে। সারাদেশে এটি বিভিন্ন উইং বা শাখার মাধ্যমে কাজ করে। যেমন: ছাত্র- শ্রমিক, রাজনৈতিক, পাসপোর্ট-ইমিগ্রেশন ইত্যাদি শাখা।
4.DGFI(Directorate General of Forces Intelligence) I- সামরিক নানা উদ্দেশ্যে সাধন ও বাংলাদেশের স্বাধীনতা- সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনীয় গোয়েন্দাগিরি করা।
5.SWAT= Special Weapons And Tactics. An elite tactical unit of the Dhaka Metropolitan Police. They operate under the Detective Branch of DMP. The SWAT will go for action whenever existing law enforcing agencies even the elite force RAB would fail to deal with the criminal.
6.SPBN=Special Security and Protection Battalion.Currently, members of this battalion are engaged to provide security of Very Very Important Persons (VVIPs) at different venues.
7.PBI=Police Bureau of Investigation.It is a newly created investigating agency of Bangladesh Police. It will work only on criminal intelligence and criminal investigation.
6.PIO=Police Internal Oversight.A specialized wing of the Bangladesh police, was set up in 2007, to monitor and collect intelligence about the activities of the police officers across the country.
7.DMI>( Directorate of Military Intelligence)>স
ামরিক বাহিনী
8.CIU> Central Intelligence Unit>রাজস্ব বোর্ড
9.FIU> Financial Intelligence Unit>বাংলদেশ ব্যাংক
10. DB> Detective Branch (DB) is the specialized branch of a police unit. Every metropolitan police and district police has its own Detective Branch.

No comments:

Post a Comment