Sunday, 23 October 2016

সাধারণ জ্ঞান

সাধারণ জ্ঞানঃ৩৮ তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি।
------------------০-----------------০--------------
--------------------------------------------
-----------------------------------------------------
>বাংলাদেশ বিমানের প্রতীকটি কে ডিজাইন করেন?
=কামরুল হাসান।
>আলোর গতিতে চললে পৃথিবী হতে চাঁদে পৌছতে কত সময় লাগবে?
=১.২৫ সেকেন্ড(প্রায়)
>আধুনিক জার্মানির জনক কে?
=বিসমার্ক।
>পৃথিবীর প্রাচীনতম শহরের নাম কি?
=জেরিকো
>দেশের প্রথম বাংলা ডিজিটাল স্যাটেলাইট চ্যানেল কোনটি?
=চ্যানেল আই।
>অলিম্পিকে প্রথম স্বর্ণজয়ী মহিলা কে?
=সি.কুপার
>বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল কোনটি?
=ATN বাংলা ।
>বাংলাদেশে প্রথম মুদ্রা প্রচলনের তারিখ?
=০৪ মার্চ,১৯৭২
>দেশের প্রথম সংবাদভিত্তিক স্যাটেলাইট চ্যানেল কোনটি?
=এনটিভি।
>বাংলাদেশের প্রথম মহিলা সচিব?
=জাকিয়া আখতার
>হ্যারি পটার বইটি সম্প্রতি কোন নামে প্রকাশিত হয়েছে?
=হ্যারি পটার এন্ড দ্য ডেথলি হ্যালোস।
>ঢাকায় নির্মিত প্রথম বাংলা ছবির নাম কি?
=বিশ বছর আগে
>কোন নদী দিয়ে সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয়?
=আমাজান নদী
>লালন জাদুঘর কোথায় অবস্থিত?
=কুষ্টিয়ায় (১৯৭৯ সালে প্রতিষ্ঠিত)
>বাংলাদেশের প্রথম এটর্নী জেনারেল?
=এম.এইচ.খোন্দকার।
>সম্প্রতি কোন দেশটি মৃত্যুদন্ডে বিধান বাতিল করেছে?
=রুয়ান্ডা।
>বুর্জ খলিফা টাওয়ার টি কত দুর থেকে দেখা যায়?
=৫৯ মাইল বা ৯৫ কিলোমিটার দুর থেকে।
>বাংলাদেশের প্রথম মহিলা নোটারী পাবলিক?
=মিসেস কামরুন্নাহার লাইলী
>মাছ উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
=চীন
>২০১৬ সালে ইউরো চ্যাম্পিয়ান দেশ কোনটি?
=পর্তুগাল
>NDI কোন দেশভিত্তিক আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষন সংস্থা?
=যুক্তরাষ্ট্র।
>হিমছড়ি ঝরণার অন্য নাম
=পরিমুড়া।
>বিশ্বের বৃহত্তম সৌরচালিত নৌকা?
=এম টুরানোর প্লানেট সোলার।
>দেশের প্রথম প্রজাপতি পার্কগড়ে ওঠেছে কোথায়?
=চট্টগ্রামে।
>সম্প্রতি কোন দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ধুমপান নিষেধ করা হয়েছে?
=মিয়ানমারের।
>মধ্যপ্রাচ্যের দেশগুলো কবে তৈল অবরোধ করেছিল?
=১৯৭৩ সালে।
>ইবোলা ভাইরাসের উৎপত্তিস্থল কোথায়?
=কঙ্গো

No comments:

Post a Comment