মার্কিন # প্রেসিডেন্ট নির্বাচন -২০১৬
ডোনাল্ড ট্রাম্প কতটি ইলেকট্ররাল কলেজের লাভ করেছেন ?
= ২৮৯টি ।
হিলারী ক্লিনটন কতটি ইলেকট্ররাল লাভ করেছেন ?
=২১৮টি ।
প্রেসিডেন্ট হতে কতটি ইলেকট্ররাল ভোট লাগে ?
= ২৭০টি
ইলেকট্রলেট রা কবে ভোট দিবেন ?
= ১৯ ডিসেম্বর , ২০১৬ ।
কবে ডোনাল্ট ট্রাম্প দায়িত্ব নেবেন ?
= ২০জানুয়ারী , ২০১৭ ।
ডোনাল্ট ট্রাম্প আমেরিকার কততম প্রেসিডেন্ট হবেন?
= ৪৫তম ।
২০১৬ সালের আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন কত তম ?
=৫৮তম ।
ডোনাল্ট ট্র্যাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নিলে ফাস্ট লেডি হবেন কে ?
= মেলানিয়া ট্রাম্প
ডোনাল্ট ট্র্যাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নিলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট হবেন কে?
= মাইক পেন্স
যুক্তরাষ্ট্রের কোন রাজ্যে ইলেকট্ররাল কলেজের সংখ্যা বেশি ?
= ক্যালিফোর্নিয়া ( ৫৫টি । )
ব্যাটেলগ্রাউন্ড স্টেট’ কতটি ?
= ৮টি । ফ্লোরিডা,উইসকনসনি, পেনসিলভানিয়া , ওহায়ো , মিশিগান ,নর্থ ক্যারোলিনা (), ভার্জিনিয়া এবং
মিনেসোটা ।
আমেরিকায় প্রথম প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে কবে?
= ১৭৮৮ সালে।
No comments:
Post a Comment