Tuesday, 15 November 2016

# অনুবাদ_চর্চা From The Daily Star ( Business) 16NOVEMBER2016


___________________________
Bangladesh on the path to GSP Plus with EU.
=বাংলাদেশ ইউরোপিয়ান ইউনিয়নের সাথে জিএসপি প্লাস সুবিধা গ্রহনের মূলধারায়।
Bangladesh is on track to receiving the GSP Plus status from the European Union when it graduates to the developing country bracket in 2021.
= বাংলাদেশ ইউরোপিয়ান ইউনিয়ন থেকে জিএসপি প্লাস সুবিধা গ্রহন করতে পারবে যখন ২০২১ সালের মধ্যে এটি উন্নয়নশীল দেশে পরিণত হবে।
As a least-developed country Bangladesh has been enjoying zero-duty benefit to the EU under its Everything but Arms scheme since 1971.
= বাংলাদেশ একটি স্বল্প উন্নত বা দরিদ্র দেশ হিসেবে ১৯৭১ সাল থেকে ইউরোপিয়ান ইউনিয়নে অস্ত্র ছাড়া সবকিছু নীতির অধীনে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পেয়ে আসছে।
But once it becomes a developing country, Bangladesh will no longer be eligible for the privilege.
= কিন্তু এখন এটি একটি উন্নয়নশীল দেশ, বাংলাদেশ এ সুবিধা দীর্ঘ ভোগ করতে পারবে না।
The GSP Plus scheme will be applicable for Bangladesh then, for which the country will have to fulfil some conditions.
= বাংলাদেশ জিএসপি প্লাস প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হবে যদি দেশটি কিছু শর্ত পূরণ করতে পারে।
Strengthening workplace safety, improved labour rights, saving the environment and reduction of corruption are some of the major conditions for receiving the GSP Plus status from the EU.
=ইউরোপিয়ান ইউনিয়ন থেকে জিএসপি প্লাস সুবিধা পাওয়ার জন্য কিছু প্রধান শর্ত হলো- কর্মস্থলের নিরাপত্তা বৃদ্ধি, শ্রমিক আইন উন্নতি, পরিবেশ রক্ষা এবং দুনীতি হ্রাস।
“We are well ahead in comparison to many other countries in fulfilling the conditions for GSP Plus,” said Siddiqur Rahman, president of Bangladesh Garment Manufacturers and Exporters Association.
= বাংলাদেশ পোশাক উৎপাদনকারী ও রপ্তানিকারক সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, আমরা জিএসপি প্লাস সুবিধা পাওয়ার জন্য অন্যান্য দেশের তুলনায় সকল শর্ত পূরণে এগিয়ে আছি।
Bangladesh's claim on the GSP Plus status will be stronger after 2017, when all 2,200 garment factories will complete remediation works, Rahman said at a joint press briefing with the visiting EU trade delegation at the capital's Westin Hotel yesterday.
= গতকাল রাজধানীর ওয়েসটিন হোটেল ইউরোপিয়ান ইউনিয়নের বাণিজ্য প্রতিনিধিদলের সফরে যৌথ বিবৃতিতে রহমান বলেন, বাংলাদেশ ২০১৭ সালের পর জিএসপি প্লাস সুবিধা পাওয়ার জোড়ালো দাবি করতে পারবে যখন ২২০০ পোশাক কারখানা সংস্কার কাজ সম্পূর্ণ হবে।
Bangladesh signed the Sustainability Compact with the EU in September 2013 committing to responsible business behaviour.
= বাংলাদেশ ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে টেকসই চুক্তি স্বাক্ষর করে ব্যবসায় আচরণ সম্পকিত দায়িত্ব সম্পাদনের জন্য।
Bangladesh is on the path to becoming a middle-income country; if the country graduates from the LDC status।.
= যেহেতু দেশটি এলডিসি থেকে বেরিয়ে আসছে, সুতরাং বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ হওয়ার জন্য এগিয়ে যাচ্ছে।

No comments:

Post a Comment