Tuesday, 8 November 2016

Bangla

#
..
কিছু উক্তি যেগুলো বিভিন্নভাবে ব্যবহার করা যাবে
.
১।"সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী
রেখেছো বাঙালী করে মানুষ করনি"। --- রবীন্দ্রনাথ ঠাকুর।
.
২। ’’আপনারে বড় বলে বড় সেই নয়
লোকে যারে বড় বলে বড় সেই হয়।’’- হরিশ্চন্দ্র সেন
৩। "স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে,
কে বাঁচিতে চায়"---রঙ্গলাল বন্দোপাধ্যায়।
.
৪। কালো আর ধলো বাহিরে কেবল ভিতরে সবারি সমান রাঙা"---সত্যেন্দ্রনাথ দত্ত।
.
৫। "সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন
হউক দূর অকল্যাণ,সকল অশোভন"---শেখ ফজলুল করিম
.
৬।সই, কেমনে ধরিব হিয়া?
আমার বধুঁয়া আন বাড়ি যায়,আমার আঙিনা দিয়া"--- চন্ডীদাস।
৭। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই - চণ্ডীদাস
.
৮। ."সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল"--- জ্ঞানদাস

No comments:

Post a Comment